হিসাবের খাতা

নিত্য নিত্য কতো কথা বলবো বলো তোমায়

সবকিছুই দেখো কেমন কষ্ট দেয় আমায়।

 

কাল তেল শেষ হয়েছে তেল গিয়েছি কিনতে,

তেলের দাম শুনে আর পারলাম না আনতে।

 

হাঁটতে হাঁটতে ভাবি এখন ভাত খাব কি দিয়ে,

শুকনো সদাই যাই হোক যাইতো কিছু নিয়ে।

 

আলুর বাজার ডিমের বাজার সবজীর বাজার চড়া,

মাছ মাংসের বাজারেতো কবেই নেমেছে খরা।

 

কতো কিছুর মুলো ঝুলায় নাকের ডগা দিয়ে,

ভারত থেকে ডিম আসবে খেঁকশিয়ালের বিয়ে।

 

দুধ চিনি ও বাদ দিয়েছি হিসাব কষে কষে,

একটা জিনিস ই ভালো পারি ভাবতে বসে বসে।

Leave a Reply