ছুঁয়ো না
ছুঁয়ো না ছুঁয়ো না কানাই
সর্ব অঙ্গে ঠমকি ঠমকি খঞ্জন করে খেলা,
চরন যুগল রেখেছি সিঁথায়
নীল শাড়ি পড়ে যমুনার তীরে
যায় যে আমার বেলা।
যার নাম যপি টুটে নিদ ভুখ
সুতিলে স্বপনে দেখি তার চাঁদ মুখ,
মাঝে ক্ষীর নদী কেমন সে পিরীতি
যে জন না বুঝে এ ব্যাধি, চমকি চমকি চায়,
কলঙ্কের জ্বালা বন্ধুর লাগিয়া হিয়ার মাঝারে ধায়।
সারা দিনমান বাঁশির সুরে রাধা রাধা বোল
হরে যদি মন, প্রান হাঁসফাঁস
খসিয়া কাঁখের কলস বাড়িলে উল্লাস,
কতেক সইমু হিয়ার মাঝারে শুধুই তাহার বাস।
কালা বিনে মুঞ জীবন বিফল, বাঁচিব কিরুপে হায়।
দোঁহে দোঁহা মিলিয়াছি কতো
ধেনু রাখিবার ছলে,
ভুলিতে চাহিয়া ভুলিতে পারিনাই দোহার নয়নের জ্বালা।
তাহেরি কারনে ফিরেছি বনে বনে
রসের গুণনিধি কালা।