শুভঙ্কর
-শুভঙ্কর, তুমি নাকি আজকাল আমাকে
আর মনেই করতে পারছ না,
এমন তো কথা ছিল না।
-রাজ্যের সব সুখ তো তোমায় দিয়েছিলাম।
-ফাঁকি ছিল হয়তো।
-শুকতারাটা তোমার খোঁপায় পড়িয়েছিলাম।
-পুষ্টিহীনতায় ঝরে গিয়েছিল,
করুন মৃত্যু হয়েছিলো শুকতারাটির।
ভীষণ ক্ষুধার্ত,
অনাহারে বার বার অশরীরী আত্মার মতো
লেলিহান হয়ে উঠেছিলাম।
মনের নষ্টামিতে ভরে গিয়েছিল মনটা
কিন্তু শুভঙ্কর, তোমার আঙ্গুলের সেই স্পর্শ
আজ আমি অনুভব করি।
-আমি কখনো তোমাকে ভুলতে পারিনি
না এখনো।
-মিথ্যুক।
-প্রত্যাখ্যানে আমি খুব কষ্ট পেয়েছিলাম।
– সে জন্য শুভঙ্কর তুমি আমাকে
আর মনে ই করতে পারবে না !
কি দেইনি তোমাকে আমি।
মুখোমুখি তোমার দাঁড়াবার সাহস ছিল না।
বলো
আমি তোমাকে কি ক্ষমা দেইনি।
-নীল খামে তোমার চিঠি,
তোমার আঙ্গুলের ছাপ
এখনো আমাকে দোলা দেয়।
প্রদীপের আলোতে তোমার সুন্দর মুখটা
আরশি ভেদ করে এখনো
আমাকে দূরে যেতে দেয় না।
-আমি এখনো তোমার কথা মাঝে মাঝে ভাবি।