তোকে ছাড়া

 
তোকে ছাড়া দিন চলে না
তোকে ছাড়া ক্ষণ,
তুই যে আমার রক্ত ঝরা
উদাস করা মন।
 
বসে থাকা সবটা দুপুর
উথাল পাতাল প্রাণ,
ছায়া’রা সব দুলে উঠে
কল্পনার কি ঘ্রাণ।
 
লেখার মাঝে ও তুই যে থাকিস
ভীষণ একটা ভুল,
মেঘ বালিকা তুই যে শুধু
পাইনা কোথা ও কূল।
 
বন্ধুগুনে তুই যে আমার
স্বপ্ন ভরা দিন,
তুই তো জানিস তোর কাছে যে
কতোটা আমার ঋণ।
 
চুপিসারে তোকে বলি
হৃদয় জুড়েই তুই,
সব হারিয়ে ও আঁকড়ে থাকি
তুই যে আমার তুই।

Leave a Reply