বিকেলটা আমাকে দিও

আজ বিকেল টা পুরোপুরি আমায় তুমি দিয়ে দিও।

ইতিহাস তোমায় অমরত্ব দিবে।

সময় আমাকে সামনে চলার কলাকৌশল শিখিয়েছে।

ভ্রষ্ট মানুষের অশুভ ভাবনা

আমাকে প্রচণ্ড আক্রোশে কাঁদায়,

অগণিত কবির মতো অকাল প্রয়ানে

আমার কোন ক্ষোভ নেই।

কোন কিছুকেই তোয়াক্কা না করে,

শিমূলের লজ্জার লাল আর

শান্ত বেলীর সাদা ফুলে

খোপায় সাজিয়েছি ,

তোমায় দেখাব বলে।

আজ বিকেল টা পুরোপুরি আমায় তুমি দিয়ে দিও।

বৈশাখের শেষ বিকেলের বয়ে যাওয়া মৃদু হাওয়া,

আমার সমস্ত ভাবনা গুলো এলো মেলো করে দিল।

সমস্ত ভাবনা গুলো খুলে রেখে

অপেক্ষায় থাকি,

যে অপেক্ষার সেতারে বেধে দিয়েছে ,

অনন্ত কাল ধরে বয়ে চলা

হলুদ স্বপ্নের অনুভূতি।

আজ পুরোটা বিকেল তুমি আমাকেই দিও।

বেহিসাবি হয়ে ক্লান্ত নয়নে উৎকণ্ঠায়

ছুঁয়ে যেতে চায় তোমার চোখ ।

পড়ন্ত বিকেলটাকে,

বহুদিনের জমে থাকা গোপন হাহাকারে

ছদ্ম নামে চিঠি লিখে।

তুমি রোদ আঁচড়ানো চোখে,

অন্ধকারের স্বপ্নগুলো পড়িয়ে দিও

আমার খোপায়।

Leave a Reply